আমি আর সুখে নেই মধুময়

আমি আর সুখে নেই মধুময়, এতটুকু
সুখে নেই-
চারিদিকে ব্যাকুল বৃষ্টি- বিষাদের
সৌধে,
অন্তঃশীল দহন রক্তপাত-
সুয়োরানী মধ্যরাত
ক্রন্দসী কেবলি তবু অনিদ্রার
নেশা তার
জাগিয়েই রাখে, ভুলে গিয়েও
যারা অন্যকে
ভুলতে না দেয়, সেইসব
তৃষ্ণা জাগানিয়া
প্রেমের স্বর-
আমাকে সুখে থাকতে দেয় না।
সুখনাশী স্মৃতির শৃঙ্খল- সেও
বলে ভুলে যাও,
মনে রাখো কেন! যেন আমি তার কেউ
নই,
ছিলাম না কোনদিনও।
জীবনের উজানে যে ঊষার গান,
প্রগাঢ়
প্রথম- স্পর্শে যার প্রাপ্তবয়স্ক সুখ-
মধুর
কৈশোর, গহীন অমারাত্রির
নক্ষত্রশৃঙ্খলে
দেখা অধরা আগামীর আনন্দ-শিশির-
সুর,
সব ভুলে থাকতে পারে হয়তো কেউ কেউ-
তাদের মধ্যে আমি নই নিশ্চয়ই,
আমি নই।
তাই আমি সুখে নেই মধুময়, এতটুকু
সুখে নেই।
বকুল আহমেদ
০৭-০১-২০১৪
সিডনী

Rate this: