অপ্রেমের ইতিবাচকতা -বকুল আহমেদ

তোমার সাথে সেদিন দেখা হলো
বহুদিন পর –
কত কথা বলতে চেয়েছিলাম!
অথচ –
সব কিছু ছাপিয়ে
শুধু এ কথাটাই বার বার মনে হতে থাকলো
তুমি কেন আমার হও নি?

এক নির্বোধ অভিমান আর কিছু
নির্দয় হীনমন্যতাবোধ
দৃশ্যমান এই অস্তিত্বের অতল খুঁড়ে
যেন এক গোপন কর্কট রোগকে
জাগিয়ে তুললো !
অনুভব করলাম –
এত বছর কেটে গেলেও
সেই করূণ আক্ষেপের
কোন অবসান হয় নি !
তাই-
অপ্রেম ছাপিয়েও যে সম্পর্ক থাকে
সে পথে আর হাঁটা হয় না,
বলা হয় না
বলতে চাওয়া কথা…..

সেই রাত্রিতে আমার
একটুও ঘুম হয় নি –
আত্মঘাতী সব ব্যথাগুলি হৃদয়ের
গোপন প্যান্ডোরার বাক্স খুলে
একে একে ভেসে উঠতে থাকে
পুরনো সাদাকালো সিনেমার মত
আর্দ্রময় স্মৃতি্র ক্যানভাসে –
চন্দ্রগলা সেই রাত
এত কালের অশ্রু-খরায় বাণ আনলে,
বিরহী আরাধনার
বুঝি সিদ্ধি লাভ হয়!

উপলব্ধি করি –
তুমি অসুখী নও
আমিও নিয়েছি জীবন-দীক্ষা!
জেনে যাই –
তোমার সময়োচিত সুবিবেচনা
কিংবা
সেদিনের ক্রূর অপ্রেম
আমাকে পুরোপুরি শূন্য করতে পারে নি –
বরং
অমূল্য অনেক কিছুই
যা আমার পাওয়ার কথা ছিল না
পেয়েছি –
তোমাকে না পাওয়ার বিনিময়ে…।।

6 thoughts on “অপ্রেমের ইতিবাচকতা -বকুল আহমেদ

মন্তব্য করুন