প্রিয় পাঠক, আপনাদের কে জানাই লাল গোলাপ শুভেচ্ছা। কেমন চলছে আপনাদের গোপন জীবন? আমরা যে জীবন টা বয়ে নিয়ে চলেছি। সেটা অধিকাংশক্ষেত্রেই গোপনীয়। আমরা আমাদের কাছের মানুষদেরকেও বলতে পারিনা এই জীবনের কথা। বাস্তবতা আমাদের কে সব কিছু মানিয়ে নিতে শিখিয়েছে।
আশা করি বন্ধু তোমাদের কে আরো ভাল ভাল সুন্দর লেখা উপহার দিতে পারব। সবাই এই ধরণের লেখা poRte.পছন্দ করে না। কিন্তু যারা করে তারাই তো আমার পাঠক। সবার প্রতি শুভ কামনা রইল। পড়ে কেমন লাগছে সেটা মেইল করে জানাতে ভূল না ।
SOLDARITYপড়তে।
বাংলাদেশ